পিবিএ, খুলনা: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে শ্রাবন্তী (৫) নামে ডেঙ্গু আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।
সে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোঃ সোহাগ হোসেনের মেয়ে ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩১ আগস্ট সন্ধ্যায় যশোর থেকে খুমেকে ভর্তি করা হয় শ্রাবন্তীকে। সে খুমেকের আইসিইউতে ভর্তি ছিলো। প্রথম থেকেই তার অবস্থা ছিল সঙ্কটাপন্ন। চিকিৎসকদেও আপ্রাণ চেষ্টায়ও তাকে বাঁচানো সম্ভব হয়নি। আজ দুুপুরে সে মারা যায়।
এ নিয়ে খুলনায় ডেঙ্গু আক্রান্ত মোট ৯ জন রোগীর মৃত্যু হয়েছে।
পিবিএ/ শেখ হারুন অর রশিদ/জেডআই