পিবিএ,ঢাকা: রেলওয়ে পুলিশ খুলনায় ৫ পুলিশ সদস্যদের বিরুদ্ধে করা এক নারী আসামিকে ধর্ষণের অভিযোগের পর ঘটনা তদন্তের জন্য তিন সদস্যে কমিটি গঠণ করেছে পুলিশ হেডকোয়ার্টাস। মঙ্গলবার ( ০৬ আগস্ট) এর পুলিশ হেডকোয়ার্টাস থেকে বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রেলওয়ে পুলিশ খুলনায় ৫ পুলিশ সদস্যদের বিরুদ্ধে করা এক নারী আসামিকে ধর্ষণের অভিযোগ সংক্রান্তে প্রকাশিত সংবাদ পুলিশ হেডকোয়ার্টার্সের নজরে এসেছে। অভিযোগটি গুরুত্বের সাথে বিবেচনা করে এ বিষয়ে অনুসন্ধান করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ সুপার পদমর্যাদার একজন নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ০৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ০২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বেনাপোল হতে খুলনাগামী একটি কমিউটার ট্রেনে উক্ত নারীকে এক নারী এসআই এর নেতৃত্বে পুলিশের একটি দল ৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। এই ঘটনায় ওইদিন রাতেই খুলনা রেলওয়ে থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়। ৩ আগস্ট ২০১৯ খ্রি সকাল সাড়ে ৯ টার দিকে আসামি নারীকে আদালতে হাজির করা হয়।
পিবিএ/বাখ