খুলনায় নারীর নিরাপত্তা ও অধিকার বিষয়ক সম্মেলন

পিবিএ,খুলনা: খুলনায় নারীর প্রতি নিযার্তণ ও সহিংসতা বন্ধ, ধর্ষণ মামলা দ্রুত বিচার সম্পন্ন, নারীকে সম্পত্তিতে সমান অধিকার, রাজনীতিতে নারীর অধিক ক্ষমতায়ন, নারী-শিশু আইনের যথাযথ বাস্তবায়ন এবং সিডও সনদ বাস্তবায়নের দাবীল মধ্য দিয়ে নারীর নিরাপত্তা ও অধিকার বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে নগরীর বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। স্বেচ্চাসেবী সংগঠন জনউদ্যোগের আয়োজনে কনভেনশন কমিটির আহবায়ক ডা: বাহারুল আলমের সভাপতিত্বে সম্মেলনে সদস্য সচিব এ্যাড. শামীমা সুলতানা শীলু, ভাষা সৈনিক বেগম মাজেদা আলী, কেএমপির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সোনালী সেন, অধ্যাপক আনোয়ারুল কাদির, জনউদ্যোগের সদস্য সচিব মহেন্দ্রনাথ সেনসহ বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধি ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কনভেনশনে নারীর সমস্যা, সম্ভাবনা ও অগ্রগতির বিষয়ে ধারনা পত্র উপস্তাপন করেন নারীনেত্রী সুতপা বেদজ্ঞ।

সম্মেলনে জেলা-উপজেলার নারীনেত্রীবৃন্দ সামগ্রিক সমস্যা তুলে ধরে তার সমাধানে সরকারের হস্তক্ষেপ কামান করেন। পরে সরকারের প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ঠদের প্রতি বাস্তবায়নের আহবান জানিয়ে ২৫দফা সুপারিশমালা গ্রহন করা হয়।

পিবিএ/এসডি/হক

আরও পড়ুন...