খুলনায় পাটকল শ্রমিকদের মানববন্ধন

পিবিএ,খুলনা: খুলনায় পাটকল শ্রমিকদের দ্রুত বকেয়া মজুরী প্রদান, মজুরী কমিশন বাস্তবায়নসহ রাষ্ট্রায়াত্ব জুটমিলের আধুনিকায়নের দাবীতে সংহতি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর শহীদ হাদিস পার্ক মোড়ে ২৩টি নাগরিক সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত নাগরিক পরিষদ এ মানববন্ধন পালন করে।

সুশাসনের জন্য নাগরিক সুজনের আহবায়ক এ্যাড. কুদরত-ই খোদার সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তৃতা করেন পাট ও পাটশিল্প রক্ষা কমিটির সাধারন সম্পাদক মো: খালিদ হোসেন, খুলনা উন্নয়ন কমিটির শেখ আশরাফ উজ-জামান, মো: লোকমান হাকিম, খুলনা নাগরিক ফোরামের সভাপতি শরীফ শফিকুল হামিদ চন্দন, নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, শামীমা সুলতানা শিলু, রসু আক্তার, সিলভী ফাতেমা, নাগরিক সমাজের আহবায়ক এ্যাড. আফম মহসীন, সিপিবির ডা: মনোজ কুমার দাস, ইসলাশী আন্দোলনের মো: নাসির উদ্দিন, শ্রমিক নেতা খলিলুর রহমান, ক্রিসেন্ট মিলের সভাপতি মো: মুরাদ হোসেন, সাধারন সম্পাদক সোহরাব হোসেন, ডা: নাসির উদ্দিন, আফজাল হোসেন রাজু, ডা: আবুল কাশেম, মিনা মিজানুর রহমান, আব্দুল হালিম, সুজনের সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, এসএম. ইকবাল হোসেন বিপ্লব, সিপিবির এইচএম শাহাদাত, ওয়াকার্স পার্টির ইকবাল হোসেনসহ ২৩টি নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ ।
এ সময় নাগরিক নেতৃবৃন্দ বলেন, খুলনা-যশোর অঞ্চলের পাটকলের প্রায় অর্ধলক্ষ শ্রমিক দিনের পর দিন কাজ করলেও তাদের মজুরী না দেওয়ায় পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। সরকার উন্নয়নের কথা বললেও শ্রমিকরা মানবেতর অবস্থায় গত ১২দিন ধরে সড়কেই ইফতার ও নামাজ পড়ছেন সেদিকে সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ঠ বিভাগ নজর দিচ্ছে না। এটা কোন অবস্থাতেই মেনে নেয়া যায় না। দ্রুত পাটকল শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধ ও মজুরী কমিশন বাস্তবায়নের কাযর্কর ব্যবস্থা গ্রহনের দাবী জানান নাগরিক নেতৃবৃন্দ।

পিবিএ/এসডি/হক

আরও পড়ুন...