খুলনায় পাটকল শ্রমিকদের ৭২ঘন্টার ধর্মঘট, রাজপথ-রেলপথ অবরোধ

jute

পিবিএ,খুলনা: খুলনা-যশোর অঞ্চলের ৯টি সরকারী পাটকলে মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া সাপ্তাহিক মজুরি ও বেতন প্রদান,অবসর শ্রমিক-কর্মচারীদের সকল বকেয়া প্রদানসহ ৯ দফা দাবিতে রাজপথ-রেলপথ অবরোধ ও ৭২ঘন্টা ধর্মঘট পালন করেছে শ্রমিকরা। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত পাটকল সিবিএ-নন সিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ডাকে তারা ধর্মঘট পালন করছে।

এদিন সকালে খুলনা-যশোর অঞ্চলের সব পাটকলে কাজ বন্ধ রেখে শ্রমিকরা তাদের দাবীর পক্ষে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলিম, ইস্টার্ন মিলসহ ৯টি পাটকলের শ্রমিকরা স্ব স্ব মিল থেকে একযোগে লাঠিসোটা নিয়ে মিছিল করে দৌলতপুর নতুন রাস্তার মোড়ে সড়ক ও রেল অবরোধ করে। পরে শ্রমিকরা রাস্তায় ও রেল লাইনে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে। শ্রমিকরা খুলনা-যশোর-ঢাকা মহাসড়কের দৌলতপুর থেকে গোয়ালখালী মোড় পযর্ন্ত তিন কিলোমিটার রাস্তা অবরোধ করে রাখে। এ সময় শ্রমিকরা তাদের দাবীর পক্ষে এবং পাটমন্ত্রী ও বিজেএমসি কর্মকর্তাদের বিরুদ্ধে শ্লোগান দেয়।

সড়ক-রেল অবরোধের কারনে খুলনা থেকে ঢাকা ও রাজশাহীসহ দেশের সব অঞ্চলের সাথে রেল চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে ঢাকা, রাজশাহী, সৈয়দপুরসহ বিভিন্ন রুটের পাচটি ট্রেন।
এদিকে, সড়ক অবরোধের কারনে খুলনা-যশোর মহাসড়কেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অনেক স্থানে বিক্ষুব্ধ শ্রমিকরা রিক্সা ও টেম্পুর উপর হামলা করে।
পরে নতুন রাস্তার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সিবিএ-নন সিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক মোতাহার হোসেন, ক্রিসেন্ট মিলের সভাপতি মো: মুরাদ হোসেন, সদস্য সচিব সোহরাব হোসেন,
প্লাটিনাম মিলের সাধারন সম্পাদক হুমায়ুন কবির, ষ্ঠার মিলের বিল্রাল হোসেন ও খলিলুর রহমানসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় শ্রমিক নেতারা বলেন, আগামী তিনদিনের মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এবং মজুরী কমিশন বাস্তবায়নের ঘোষনা দেয়া না হলে লাগাতার রাজপথ-রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনের ঘোষনা দেয় শ্রমিক নেতৃবৃন্দ।

পিবিএ/এফএস

আরও পড়ুন...