খুলনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত, ৫পুলিশ আহত

পিবিএ,খুলনা: খুলনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী মাসুদ রানা নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে নগরীর নিরালা দীঘিরপাড় কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত মাসুদ রাান নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাসতলা এলাকার আব্দুল হকের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান মিঠু জানান, শুক্রবার রাত সাড়ে তিনটায় সদর থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযানে নিরালা দীঘিরপাড় কবরস্থান এলাকায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর গুলি ছোড়ে। এ সময় পুলিশ ও আত্নরক্ষায় পাল্টা গুলি ছুড়লে গোলাগুলিতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুদ রানা গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি অস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৫পালিশ সদস্য আহত হয়েছে।

নিহত মাসুদ রানা কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

পিবিএ/এসডি/এমএসএম

আরও পড়ুন...