পিবিএ ডেস্ক: খুলনার আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। নগরীর শিরোমণি বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জোয়ানা আক্তার উশা (২০) পাইকগাছা উপজেলার মো. জালাল উদ্দিন গাজীর মেয়ে।
এ ঘটনায় নিহতের স্বামী পুলিশ মাহমুদ আলম পলাতক রয়েছেন।
এলাকাবাসী জানায়, শুক্রবার রাতে পারিবারিক কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। শনিবার দুপুরের দিকে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন খবর নিতে গিয়ে ঘরে উশাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এর আগে ভোরে স্বামী মাহমুদ পালিয়ে যান।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহতের গলায় কামড় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পিবিএ/এএইচ