খুলনায় বই মার্কেটে আগুন, ১০ লক্ষ টাকার ক্ষতি

পিবিএ, খুলনা: খুলনার বয়রা মোড়ে বই মার্কেটে আগুন লেগে ১০ লক্ষাধিক টাকার বই ও ষ্টেশনারী মালামাল পুড়ে গেছে বলে দাবী করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শুক্রবার ভোররাতে সোনাডাঙ্গা থানার বয়রা মোড়স্থ জলিল স্মরনী বই র্মাকেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস-এর তিনটি ইউনিট এসে আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রেণে আনে।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে বয়রা মোড়স্থ জলিল স্মরনী বই র্মাকেটের বিসমিল্লাহ বই ঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি টিম এসে আগুন নিয়ন্ত্রন করে। আগুনে একটি বই দোকান সর্ম্পূণ এবং আশপাশের দুটি দোকান ক্ষতিগ্রস্থ হয়।

ব্যবসায়ী আসলাম খলিফা জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর সকাল সাড়ে পাঁচটার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে দোকানে এসে আগুন দেখি। শত্রুতা করে এই আগুন লাগানো হয়েছে বলে জানান তিনি।

আগুনে ১০-১২লাখ টাকার বই ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এখানে ছয়টি বইয়ের দোকান রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবী ব্যবসায়ীদের।

আগুনের খবর পেয় থানা পুলিশ, বই ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় কাউন্সিলর আগুনে ক্ষতিগ্রস্থ বই র্মাকেট পরির্শন করেছেন।

পিবিএ/এসডি/এসআই

আরও পড়ুন...