খুলনায় বেতন-ভাতাসহ ৯দফা দাবীতে পাটকল শ্রমিকদের কর্মবিরতি

পিবিএ,খুলনা: খুলনাঞ্চলের সরকারী ৯পাটকলের শ্রমিকরা বকেয়া মজুরী ও বেতন-ভাতাসহ ৯দফা দাবীতে ৬ষ্ঠ দিনের কর্মবিরতি এবং সড়ক ও রেলপথ অবরোধের লাগাতার কর্মসূচী চলছে। শনিবার সকাল ছয়টা থেকে ক্রিসেন্ট, প্লাটিনাম, ষ্টার, দৌলতপুর, খালিশপুরসহ ৯টি সরকারী পাটকলের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করে। পরে বিকেলে মিল গেটে জড়ো হয়ে মিছিল নিয়ে খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুর নতুন রাস্তার মোড়, আটরা-গিলেতলা ও রাজঘাট এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ অবরোধ কর্মসূচী পালন করে।

 খুলনায় বেতন-ভাতাসহ ৯দফা দাবীতে পাটকল শ্রমিকদের কর্মবিরতি

খুলনায় বেতন-ভাতাসহ ৯দফা দাবীতে পাটকল শ্রমিকদের কর্মবিরতি

এ সময় শ্রমিকরা খুলনা-যশোর রোড ও রেল লাইনে ব্যারিকেড সৃষ্টি করে। এতে যানবাহন চলাচল ও রেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে শ্রমিকনেতারা চুক্তি মোতাবেক বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করায় বিজেএমসি ও পাটমন্ত্রনালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে শ্রোগান দেয়।

পরে শ্রমিকরা রাস্তায় আছরের নামাজ পড়ে এবং চিড়া-মুড়ি দিয়ে ইফতারী করে। পাটকল সিবিএ-ননসিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আহবায়ক সোহরাব হোসেন জানান, প্রায় অর্ধলক্ষ শ্রমিকের ১২ থেকে ১৩সপ্তাহ মজুরী ও ভাতা বকেয়া পড়েছে। দাবী আদায় না হওয়া পযর্ন্ত সড়ক-রেলপথ অবরোধ কর্মসূচী লাগাতার চলবে। এছাড়া আগামীকাল ১৩মে থেকে সারা দেশের ৩৬টি সরকারী পাটকলের শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট ও অবরোধ পালন করার কথা জানান।

পিবিএ/এসসি/আরআই

আরও পড়ুন...