খুলনায় শেরেবাংলা রোড থেকে লাশ উদ্ধার

পিবিএ,খুলনা: খুলনায় হাত-পা ও মাথা বিহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকালে মহানগরী শেরেবাংলা রোড থেকে বস্তাবন্দী এ লাশ উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সকালে নগরীর শেরেবাংলা রোডে একটি বস্তার মধ্যে মৃতদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে সেটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহের হাত-পা ও মাথা বিহীন। হত্যার পর এখানে ফেলে রেখে গেছে বলে পুলিশের ধারনা। তবে লাশের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এদিকে, লাশের পরিচয় ও হত্যাকারীদের ধরতে সন্ধানে নেমেছে পুলিশ, জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ওসি মোমতাজুল হক।

পিবিএ/এসসি/এমএসএম

আরও পড়ুন...