পিবিএ,খুলনা: খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে আঃ জলিল নামে এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে নগরীর মুসলমানপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি খুলনা থেকে প্রকাশিত খুলনাঞ্চল পত্রিকার সিনিয়ার রিপোর্টার ও খুলনা প্রেস ক্লাবের সহ সম্পাদক।
খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক পারভীন আকতার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই সাংবাদিকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাসায় তল্লাসি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে সাংবাদিক আঃ জলিলের পরিবারের দাবী বাড়ির সামনের একটি ড্রেন থেকে পরিত্যাক্ত অবস্থায় মাদক দ্রব্য উদ্ধারের পর তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সাংবাদিক নেতারা তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, সাংবাদিক আঃ জলিলকে ফাসিয়ে দেওয়া হয়েছে।
পিবিএ/ হারুন /হেক