পিবিআই, খুলনা: খুলনা মহানগরীতে বিক্রয় নিষিদ্ধ ১৩ টন এসিআই লবন জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মহানগরীর বড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের বাজার তদারকি কার্যক্রম পরিচালনার সময় এই লবন জব্দ করা হয়।
অভিযানে নগরীর বড় বাজারে প্রদীপ ষ্টোরে উচ্চ আদালত কর্তৃক বিক্রয় নিষিদ্ধ সাড়ে ১২ টন এসিআই লবন ও একই বাজারে মদিনা এন্টার প্রাইজসহ কয়েকটি দোকান থেকে ৭৫ কেজি লবন জব্দ করে তা বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
পিবিএ/এসএইচ রশিদ/এএইচ