খুলনা নগরী উন্নয়ণের কর্মসূচী ঘোষনা

পিবিএ,খুলনা: খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ময়ুর নদীসহ ২২টি খালের অবৈধ দখল উচ্ছেদ, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করে নগরীকে জলবদ্ধতামুক্ত করা, সকল সরকারী-বেসরকারী পুকুর ও জলাশয় সংরক্ষন, ফুটপাথ দখলমুক্ত করে জানজট নিরসন, শত বছরের পুরাতন বড় বাজারকে আধুনিকায়ন, রেলের অব্যবহৃত জমির পূর্নব্যবহার ও আধুনিক বানিজ্য কেন্দ্র তৈরী, সহ সাতদফা দ্রুত বাস্তবায়নের দাবী জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ণ সংগ্রাম সমন্বয় কমিটি।

সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উন্নয়ণ কমিটির নেতৃবৃন্দ এসব দাবীনামা তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃব্য পাঠ করেন বৃহত্তর খুলনা উন্নয়ণ সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ-জামান। এ সময় সভাপতি শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ জাফর ইমাম, শাহীণ জামাল পন, ইঞ্জিনিয়ার আজাদুল হক, প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব, সাধারন সম্পাদক মো: সাহেব আলীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে খুলনা নগরীকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে ভৈরব ও রূপসা নদীর তীরে শরকরক্সা বাধ ও রিভারভিউ রোড নির্মান, খুলনা-ফুলতলা রোড এবং রেল ষ্টেশন থেকে জিরো পয়েণ্ট পযন্ত রাস্তা চারলেনে উন্নীত করার দাবী তুলে ধরা হয়।
এছাড়া উন্নয়ণ কমিটির নেতৃবৃন্দ এরআগে প্রায় ২০০কোটি টাকা ব্যয়ে খননকৃত ময়ুর নদী খননের অনিয়ম ও দূর্নীতির তদন্তপূবর্ক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।
এসব দাবী আদায়ে আগামী ২১ জানুয়ারী সিটি করপোরেশনের সামনে গনঅবস্থান ও মেয়রকে স্মারকলিপি প্রদান, ২২জানুয়ারী জেলা প্রশাসককে এবং ২৩জানুয়ারী বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদানসহ আন্দোলনের কর্মসূচী ঘোষনা করেছে উন্নয়ণ কমিটি।

পিবিএ/ এসডি/ ইএইচকে

আরও পড়ুন...