সংস্কার কাজ শেষে যানবাহন চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়েছে রাজধানীর পোস্তগোলা সেতু। শনিবার ভোর ৬টা থেকেই এ সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে।
এর আগে, শুক্রবার পোস্তগোলা সেতু খুলে দেওয়ার বিষয়টি জানান সড়ক ও জনপথ বিভাগের কেরাণীগঞ্জ সড়ক সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন।
তিনি বলেন, পোস্তগোলা সেতুতে (বুড়িগঙ্গা-১) শুক্রবার রাত ১২টা পর্যন্ত প্রায় ১৭ দিন সব ধরনের যান চলাচল বন্ধ ছিলো। সংস্কার চলায় এতদিন শুধু হালকা যান চলাচল করেছে। কখনো কখনো সব ধরনের যান চলাচলই বন্ধ ছিল। কখনো হেঁটে পারাপার হতে পেরেছেন যাত্রীরা। চলমান সংস্কার কাজ শেষে শনিবার থেকে পোস্তগোলা সেতুটি সব ধরনের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
এদিকে, গত ১৭ দিনে সেতুটির সংস্কার কাজ চলায় বিকল্প পথ হিসেবে চাপ বাড়ে বাবুবাজার সেতুতে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
প্রসঙ্গত, ২০২০ সালের ২৯ জুন বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে উদ্ধার করতে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। পোস্তগোলা সেতু পার হওয়ার সময় সেতুতে ধাক্কা দিয়ে আটকে যায় জাহাজটি। এতে সেতুর নিচের পাটাতন ও বিম ক্ষতিগ্রস্ত হয়। এরপর কয়েক দফায় সংস্কার করে সেতুতে যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে।
গত ২২ ফেব্রুয়ারি থেকে এই সংস্কার কাজ শুরু হয়। মেরামতকালীন সময়ে যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে বলে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। এর মধ্যে ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারী যান চলাচল নিষেধ ছিল। আর বাস ও হালকা যানবাহনের জন্য ৫ দিন পুরোপুরি বন্ধ ছিল এ সেতু।