পিবিএ ডেস্ক: খাবারের স্বাদ বাড়াতে লবণের ভূমিকার কথা না বললেও চলে। কেননা লবণ ছাড়া যে খাবার পুরোপুরি স্বাদহীন, সে কথা কারোরই অজানা নয়। শুধু খাবারেই নয়, বরং দৈনন্দিন বিভিন্ন কাজেরও সমাধান দিতে সক্ষম লবণ। তেমনই কিছু জেনে নিন—
অ্যাকুয়ারিয়ামের কাচের দেয়াল পরিষ্কার করতে: ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে কিংবা শখের কারণে অনেকেই ঘরে অ্যাকুয়ারিয়াম রাখেন। সপ্তাহে একদিন কিংবা দুই সপ্তাহ অন্তর একদিন হলেও অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করা উচিত। অনেক সময় পানিতে আয়রন থাকার কারণে অ্যাকুয়ারিয়ামের ভেতরের অংশ বিবর্ণ হয়ে যায়। বিশেষ করে অ্যাকুয়ারিয়ামের কাচের দেয়াল। চকচকে ভাব ফিরিয়ে আনতে লবণ দিয়ে গ্লাসটি ধুয়ে নিন। দেখবেন আবার চকমক করছে অ্যাকুয়ারিয়ামের কাচের দেয়াল।
ন্যাচারাল মাউথওয়াশ হিসেবে ব্যবহার: বাজারের মাউথওয়াশগুলোয় কৃত্রিম রঙ ব্যবহার করা হয়, যা আপনার দাঁতকে দুর্বল করে তুলতে পারে। দাঁত সাদা করতে এবং সতেজ নিঃশ্বাসের জন্য লবণ বেশ কার্যকর ভূমিকা রাখে। সেক্ষেত্রে এক কাপ পানিতে এক চা চামচ লবণ ও সমপরিমাণ বেকিং সোডা মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। এবার এ মিশ্রণ দিয়ে কুলি করে নিন, দেখবেন ভালো লাগবে।
টুথব্রাশ ভালো রাখতে: নতুন টুথব্রাশ কেনার পর ব্যবহার করার আগে ব্রাশটি ১ ঘণ্টা লবণ পানিতে ভিজিয়ে রাখুন। এতে এর স্থায়িত্ব বাড়বে এবং সহজে নষ্ট হবে না।
খুশকি দূর করতে: খুশকির সমস্যা থেকে রক্ষা করবে লবণ। শাওয়ারের আগে শুধু লবণ দিয়ে অন্তত ৫ মিনিট স্ক্যাল্প ম্যাসাজ করুন। খুশকির সমস্যা দূর হয়ে যাবে।
পিবিএ/এফএস