খেলা চলাকালে পাক ও আফগান সমর্থকদের মাঝে মারামারি

পিবিএ ডেস্ক:ক্রীড়া সংবাদমাধ্যম ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে আফগানিস্তান ও পাকিস্তানের সমর্থকরা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়।

আজ শনিবার হেডিংলিতে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে সেমিফাইনালের খেলার সম্ভাবনা অনেক বেড়ে যাবে পাকিস্তানের। অন্যদিকে একটি ম্যাচও না জেতা আফগানিস্তান চাইছে অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে।

কিন্তু ম্যাচটি শুরু হওয়ার আগেই স্টেডিয়ামের বাইরে মারামারিতে জড়িয়ে পড়ে দুই দলের সমর্থকেরা। সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, মারামারিতে জড়িত থাকার অভিযোগে ও পরিস্থিতি সামলাতে এক পর্যায়ে দুই সমর্থককে দর্শক সারি থেকেই বের করে দিতে হয়েছে নিরাপত্তা বাহিনীকে।

জানা যায়, বিনা টিকিটে গ্যালারিতে প্রবেশ করতে চায় আফগানিস্তানের একাধিক সমর্থক। এ নিয়ে স্টেডিয়াম এলাকায় হট্টগোল শুরু হয়। এরই প্রেক্ষিতে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ নিয়ে একাধিক ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় আফগানিস্তানের সমর্থকরাই বেশি আগ্রাসী ছিল। ভিডিওতে দেখা যায় আফগানিস্তানের পতাকা লাগানো লাঠি দিয়ে পাকিস্তানের জার্সি পরা এক সমর্থককে পেটাচ্ছে এক ব্যক্তি। তার সঙ্গে যোগ দেয় অন্যরাও।

সেখানে পরিস্থিতি নিরাপত্তা বাহিনী সামাল দিলেও খেলা শুরুর এক ঘণ্টার মধ্যে স্টেডিয়ামের কার্নেগি প্যাভিলিয়ন স্ট্যান্ডে দু’পক্ষ আবার সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি সামলাতে নিরাপত্তা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। এমনকি দু’জন সমর্থককে স্টেডিয়াম থেকে বের পর্যন্ত করে দেওয়া হয়। এ দু’জন কোন দলের সমর্থক, তা জানা যায়নি।
ক্রিকইনফো জানায়, স্টেডিয়াম থেকে বের করে দেওয়ার পরও ওই সমর্থকরা বাইরে মারামারি করেন। ঘটনার ভিডিও ও ছবি তুলতে গিয়ে আক্রমণের শিকার হন সাংবাদিকরাও।

ওই ঘটনা প্রসঙ্গে আইসিসির পক্ষ থেকে বলা হয়, এ ধরণের আচরণ মেনে নেওয়া হবে না। যেকোনো অসামাজিক কাজ যা খেলা ও সব দর্শকের সমস্যা সৃষ্টি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...