‘খেলোয়াড়দের’ উচিত রাসেলকে কিছু ফিরিয়ে দেয়া : শাহরুখ

পিবিএ ডেস্ক: আইপিএলের প্লে-অফে খেলার আশা ক্রমশও ক্ষীণ হয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। হয়তো সেই কারণে দলের ওপর আস্থা হারাতে শুরু করেছেন কর্ণধার শাহরুখ খান।

গেল শুক্রবার ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর শনিবার টুইট করেছেন তিনি। তাতে লিখেছেন, কেকেআরের উচিত রাসেলকে কিছু ফিরিয়ে দেয়া। মৌসুম শেষ হয়ে যাওয়ার আগে অন্তত কয়েকটি ম্যাচ জিতে।

শাহরুখের এ টুইটের কারণ আন্দ্রে রাসেলের দুরন্ত ফর্ম ও বাকিদের ব্যর্থতা। এখন পর্যন্ত চারটি ম্যাচ জিতেছে কলকাতা। প্রতিটিতেই অগ্রণী ভূমিকা ছিল ক্যারিবিয়ান অলরাউন্ডারের। সবশেষ ম্যাচেও ২৫ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলে নাইটদের জয়ের দোরগোড়ায় নিয়ে গিয়েছিল তিনি। তবে অন্যদের ব্যর্থতায় শেষ হাসি হাসা হয়নি।

পয়েন্ট টেবিলে এখন ষষ্ঠ স্থানে কেকেআর। কোয়ালিফায়ারে যেতে হলে পরের পাঁচ ম্যাচের চারটিতেই জিততে হবে তাদের। শেষ পর্যন্ত দলটি কতদূর যায়-তাই দেখার।
পিবিএ/এএম

আরও পড়ুন...