খোঁজ মিললো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিমানের!

uss

পিবিএ ডেস্ক : অরুণাচলপ্রদেশের লোয়ার দিবাং উপত্যকায় জঙ্গলের মধ্যে মিলল আরও একটি খোয়া যাওয়া মার্কিন বিমানের ধ্বংসাবশেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীন উত্তরপূর্ব ভারতের মধ্যে যাতায়াতের সময়ে সেখানকার পাহাড় মেঘে পথ হারিয়ে ধাক্কা খেয়ে সহস্রাধিক বিমান ভেঙে পড়ে।

লোয়ার দিবাংয়ের বাসিন্দা দুই যুবক প্রত্যন্ত পাহাড়ে জঙ্গলের মধ্যে পড়ে থাকা বিমানটি দেখতে পান। ছিল পাইলটের কংকাল, বিভিন্ন আগ্নেয়াস্ত্র যন্ত্রপাতি। সঙ্গে মোবাইল না থাকায় তারা ছবি তুলতে পারেননি। তবে একটি চামচ, গুলির বাক্স নিয়ে এসেছেন।

সেগুলো তারা রোয়িংয়ের রিওয়াচ সংগ্রহশালায় জমা করতে এলে বিষয়টি জানাজানি হয়। বুলেটগুলোর পিছনে ১৯৪১ সাল খোদাই করা আছে। আমেরিকার নিখোঁজ পাইলট বিমানকর্মীদের সন্ধানে সেদেশে একটি সংস্থা রয়েছে। রোয়িংয়ের ধ্বংসাবশেষের খবরও তাদের পাঠানো হবে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...