খোকসায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা

পিবিএ,কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন নিয়ে ২ গ্রুপের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রায় প্রতি দিনই উপজেলার প্রতিটা ইউনিয়নে সংঘর্ষ হচ্ছে প্রভাবশালী দুই গ্রুপের মধ্যে। এতে করে আতঙ্কে দিন কাটছে খোকসা উপজেলা সাধারণ জনগণের।

জানা যায়, নতুন কমিটি গঠন নিয়ে আ’লীগের দুই প্রভাবশালী নেতা কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান ও খোকসা উপজেলার বেদবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাবুল আক্তারের নেতা কর্মীদের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে প্রতিনিয়ত সংঘর্ষ হচ্ছে।

গত ৬ জুলাই সোমষপুর বাজারে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে জখম করে স্বেচ্ছাসেবক লীগের নেতা মুকুল কে, এরপর থেকেই পুরো উপজেলা জুরে আতঙ্কের মধ্যে বিরাজ করছে। এরই সূত্র ধরে, মঙ্গলবার সকাল ১০ টার দিকে বাজার মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের লাঞ্ছিত করে বাবুল আক্তারের সমর্থিত কিছু নেতাকর্মীরা। এর পরপরই আলহাজ্ব সদর উদ্দিন খানের সমর্থিত নেতাকর্মীরা হামলা চালায় যুবলীগের যুগ্ন আহবায়ক বাপ্পি বিশ্বাস রাজু ও সাবেক যুবলীগ নেতার রাজন সহ শ্রমিক লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের উপর।

এরপর তাদের পাল্টা আঘাতে আহত হয় বহিস্কৃত ছাত্রলীগের নেতা বিপ্লব,জুয়েল হাসান ও সাগর। এ বিষয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান এর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হলে, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাবুল আক্তারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের ওপর পরিকল্পিত হামলার চেষ্টা চালাচ্ছে ও কমিটি বানচালের চেষ্টা করছে। এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন বর্তমান পরিস্থিতি আশঙ্কামুক্ত রাখার জন্য খোকসা থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পিবিএ/এসকে/বিএইচ

আরও পড়ুন...