খোকসায় ক্লিন ইমেজের জনপ্রতিনিধির অপেক্ষায় পৌর এলাকার জনগন

পিবিএ,কুষ্টিয়া: খোকসা পৌরসভার নির্বাচনীয় হাওয়া বয়তে শুরু করেছে এলাকা জুড়ে, এরি মাঝেই চায়ের দোকানে বা রাজনৈতিক আড্ডায় শোনা যাচ্ছে বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থীদের নাম। খোকসা উপজেলায় সক্রিয় রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতাশীন দল বাংলাদেশ আওয়ামীলীগ, বাংলাদেশ জাতিয়তাবাদী দল (বিএনপি), সমাজতান্ত্রিক দল (জাসদ)। এই তিনটি রাজনৈতিক দলের প্রার্থীদের নাম শোনা যাচ্ছে তারা হলো খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, খোকসা উপজেলা যুবলীগের সাবেক আহব্বায়ক ও খোকসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আল-মাসুম মোর্শেদ শান্ত, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য ও খোকসা উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু এবং সমাজতান্ত্রিক দল (জাসদ) এর অঙ্গ সংগঠন জাতীয় যুব জোট খোকসা পৌর কমিটির সভাপতি জোয়ার্দ্দার কৌশিক তৈমূর। এরা সবাই দলীয় মনোনয়ন প্রার্থী।
আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাড়াবে মোঃ হাসেম আলী, তিনি পরপর তিন বার পৌর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ায় পৌর এলাকায় বেশ জনপ্রিয়।
খোকসা পৌর নির্বাচনে কেমন প্রার্থী চাই সাধারণ জনগণ এবিষয়ে জানতে চাইলে সাধারণ জনগণ বলেন, খোকসা পৌর এলাকায় দীর্ঘদিন জলাবদ্ধতা এটি নিরসনের কথা অনেকেই বললেও আজ পর্যন্ত কেউ সমাধারণ করেনি। এবং পৌর এলাকার বিভিন্ন রাস্তার বেহাল দশা সহ অনেক সমস্যার সমাধাণ আজ পর্যন্ত কেউ সঠিক ভাবে করেনি। একারণে আমরা এমন একজন মেয়র চাই যে কি না পৌর এলাকার উন্নয়ন সহ সাধারণ জনগনের সঠিক অধিকার নিশ্চিত এবং খোকসা পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত করে। এজন্য আমরা একজন ক্লিন ইমেজের জনপ্রতিনিধির অপেক্ষায় আছি।
সাধারণ জনগণের অভিযোগ ও স্বপ্ন নিয়ে বর্তমান মেয়র তারিকুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানায়,আমি গত বার পৌর নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে বিপুল ভোটে জয় লাভ করি এবং এপর্যন্ত জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছি। আমার মেয়াদের মধ্যেও যদি কনো কাজ শেষ না করতে পারি তাহলে সামনে আসন্ন পৌর নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি যদি নির্বাচিত হয় তাহলে আমার অসমাপ্ত কাজ গুলো শেষ করতে পারবো।
আসন্ন খোকসা পৌর নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের তিন প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর এখন পর্যন্ত এক জন প্রার্থী আর সমাজতান্ত্রিক দল (জাসদ) এর একক প্রার্থী এদের সবার কাছ থেকে পৌর নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তারা প্রতিবেদক কে জানায়,দল যদি দলীয় ভাবে প্রার্থীদের মনোনয়ন দেয় এবং নির্বাচনে জনপ্রিয়তায় যে প্রার্থী নির্বাচিত হবে সে পৌর এলাকার জনগণের স্বার্থে কাজ করবে,এমনটি প্রার্থীরা জানিয়েছে।

আর স্বতন্ত্র প্রার্থী মোঃ হাসেম আলী প্রতিবেদক কে বলেন,আমি পরপর তিন বার পৌর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছি এবং এবার সব প্রার্থীদের মধ্যে আমি সবার থেকে জনপ্রিয়। আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে উল্লেখ যোগ্য যে বিষয় গুলো তার সব জনগনের স্বার্থে। এবং খোকসা পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত করার সর্বোচ্চ চেষ্টা চালাবো।

খোকসা উপজেলার রাজনৈতিক দল গুলোর সব প্রার্থী যে যার জায়গা থেকে সক্রিয় ভূমিকা পালন করচ্ছে। এবং এরি মাঝে প্রার্থীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন লাগিয়ে নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছে।
কিন্তু ক্ষমতাশীন দল বাংলাদেশ আওয়ামীলীগের তিন প্রার্থী হওয়াতে দলের অনেক নেতা-কর্মীরা বিভ্রান্তির মধ্যে পড়েছে। কিন্তু উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল আখতার এবিষয়ে প্রতিবেদক কে বলেন, ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামীলীগের একের অধিক প্রার্থী হবে এটাই স্বাভাবিক,কিন্তু দল যোগ্য প্রার্থী বাছাই করে মনোনয়ন দেবে।

পিবিএ/শেখ সবুজ আহমেদ/এসডি

আরও পড়ুন...