খোকসায় ত্রাণ বিতরণে স্বজনপ্রিতির অভিযোগে মানববন্ধন

পিবিএ, কুষ্টিয়া : খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আনিসুর রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসি। আজ ১৩ এপ্রিল সরকারি খাদ্য সামগ্রী লুটের মিথ্যা অভিযোগে চেয়ারম্যানের মামলার হুমকির প্রতিবাদে এই মানববন্ধন করা হয়।
এলাকাবাসির ভাষ্যমতে, দরিদ্রদের নামের তালিকা বাদ দিয়ে চেয়ারম্যানের আত্মীয়-স্বজন ও বিত্তশালীদের খাদ্য সামগ্রী বিতরণের পাঁয়তারা চলছিল। গত ১১ এপ্রিল সরকারি বরাদ্দকৃত খাদ্য সামগ্রী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এলাকাবাসী ও হতদরিদ্ররা ছিনিয়ে নেই।
এই ঘটনায় চেয়ারম্যান আনিসুর রহমান বিভিন্ন মহলে অপপ্রচার চালায় যে সন্ত্রাসী বাহিনী সরকারি খাদ্য সামগ্রী লুট করেছে এবং মামলা দেওয়ার জন্য পাঁয়তারা চালিয়ে বেড়াচ্ছে।
জানা গেছে, ক্ষুদ্ধ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এসময় তারা বলে ২০১৬ সালের নির্বাচনের পর থেকে চেয়ারম্যান আনিসুর রহমান সরকারি সুযোগ-সুবিধা থেকে এলাকার হতদরিদ্রদের বাদ দিয়ে রেখেছে এবং তার ইচ্ছেমতো পছন্দের লোকদের সরকারি বরাদ্ধ দিচ্ছে।

পিবিএ/শেখ সবুজ আহমেদ/মোআ

আরও পড়ুন...