খোকার ও সেলিম ভূঁইয়ার মৃত্যুতে মালয়েশিয়া বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

কায়সার হামিদ হান্নান,পিবিএ, মালয়েশিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকা ও মালয়েশিয়া বিএনপি সহসভাপতি মরহুম সেলিম ভুঁইয়া’র আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া বিএনপি।

৯ই নভেম্বর শনিবার বাদ জোহর কুয়ালালামপুরের হাংতুয়ায় অবস্থিত মসজিদ আলবুখারীতে এই দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়। মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি হাজি সৈয়দ জাকিরুল আলম, তালহা মাহমুদ, আব্দুল জলিল লিটন,যুগ্নসাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, সহসাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব ও আব্দুল্লাহ আল মামুন লিটন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম , দপ্তর সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রতন ,প্রবাসী কল্যাণ সম্পাদক মঞ্জ খা ,ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মিনহাজ , সহঅর্থ সম্পাদক এম এ কালাম, সম্মানিত সদস্য জসিম উদ্দিন, নাসির উদ্দিন নাসির বিএনপি মালয়েশিয়া সহ অনেক অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাহতাব লিটন, ওয়াহিদুজ্জামান, আলমগীর হোসেন, রাসেদ বাদল, এ কামাল চৌধুরী , আব্দুল কাইয়ুম , মোঃ মাসুদুর রহমান, শফিকুর রহমান, মিন্টু আব্দুল বাতেন ,মোঃ আনোয়ার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক বিএনপি বুকিট বিন্তাং, জাহাঙ্গীর আলম খান যুবদল সভাপতি, মোঃ বোরহান উদ্দিন সহ সভাপতি, আহম্মেদ হোসেন সাগর সাংগঠনিক সম্পাদক, যুব নেতা মোঃ জাহাঙ্গীর হাওলাদার যুব দল মালয়েশিয়া, আবুকাওছার ভুঁইয়া যুগ্ন সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া, যুব নেতা ইমন সহ আরো অনেকে। মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন করেন মসজিদ আলবুকারীর ইমাম আলি, সাইদ মোহাম্মদ ও কামরুল।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান মরহুম দুই নেতার রাজনৈতিক ও তাদের ব্যাক্তিগত জীবনে কেমন ছিলেন তা প্রবাসীদের কাছে তুলে ধরেন। সেই সাথে মালয়েশিয়া বিএনপির সহসভাপতি মরহুম সেলিম ভুঁইয়ার তিন ছেলে মোঃ নুরসিয়াম, মোঃ নুরসামসুল ও মোঃ নুর সাইফুলকে সভার কাছে পরিচয় করিয়ে দেন। পরিশেষে মিলাদ ও দোয়ামাহফিলে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরন করা হয়।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...