গণঅভ্যুত্থানের একমাস পূর্তিতে খাগড়াছড়িতে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ায় খাগড়াছড়িতে শহীদদের স্মরণে শহীদি মার্চ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি সদরস্থ শাপলা চত্বর পৌরসভা ঈদগাহ মাঠ থেকে কর্মসূচী পালন করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে শিক্ষার্থীরা খাগড়াছড়ি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা শাপলা চত্বরের মুক্ত মঞ্চে বক্তব্য রাখেন।

এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার আলামিন মাহাবুব,আল আমিন ফাহিম,নার্গিস আক্তার,ফাহিম,বাধন,জালাল উদ্দিন,মো: শামীম সৌরভ।

এতে আরো বক্তব্য রাখেন, শামিম আহমেদ মনা (চবি), মাহমুদুল হাসান (চবি) সাচালং ত্রিপুরা, হাবিবুর রহমান সুমন,ইফফাত হোসেন,সায়েম বিন জসিম,সাকিবুল ইসলাম, জাহিদ, মাসুদ রানা প্রমুখ।

এতে বক্তারা, ২০২৪ এর গণঅভ্যুত্থানের কথা তুলে ধরে শহীদের স্মরণে নীরবতা পালন করে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কেউ যেন ম্লান করতে ষড়যন্ত্র করতে না পারে সেদিকে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে আহত তিন শিক্ষার্থীতে ফুলের মালা দিয়ে বরণ করে আন্দোলনকারীরা।

আরও পড়ুন...