গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের তালিকা প্রণয়নে কমিটি গঠন

সাম্প্রতিক ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা এবং শহীদ ও আহত ব্যক্তিদের পরিচিতিসহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের জন্য ১৩ সদস্য কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল হাই স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদের এক চিঠির বরাত দিয়ে এতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, অর্থ বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে নির্দেশক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।

এতে সদস্য রয়েছেন- (২) প্রতিনিধি, মন্ত্রিপরিষদ বিভাগ (যুগ্মসচিবের নিম্নে নহে) (৩) প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, (৪) প্রতিনিধি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, (৫) প্রতিনিধি, অর্থ বিভাগ, (৬) প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগ (৭) প্রতিনিধি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, (৮) প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, (৯) প্রতিনিধি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, (১০) প্রতিনিধি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (১১) প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তর (পরিচালকের নিম্নে নহে), (১২) প্রতিনিধি, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (পরিচালকের নিম্নে নহে),(১৩) যুগ্মসচিব (সরকারি ও বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা), স্বাস্থ্য সেবা বিভাগ (সদস্য সচিব) করা হয়েছে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, (ক) ছাত্র-জনতার সাম্প্রতিক গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে একটি নীতিমালা প্রণয়ন; (খ) সাম্প্রতিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিচিতিসহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতকরণ; (গ) কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

আরও পড়ুন...