‘গণতন্ত্রের ঘাটতির কারণে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল’

গত ৫৩ বছর ধরে বাংলাদেশের শাসন ব্যবস্থায় গণতন্ত্রের ঘাটতির কারণে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

‎বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে আম জনতার দলের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রীয়াজ।

‎তিনি বলেন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও ছাত্র-জনতার আকাঙ্ক্ষা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

‎আলী রীয়াজ বলেন, গত ৫৩ বছর ধরে বাংলাদেশের শাসন কাঠামোতে গণতন্ত্রের ঘাটতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্বলতা লক্ষ্য করছি। এরই ধারাবাহিকতায় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। সে কারণে রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যাতে করে আমাদের পুনর্বার প্রাণ দিতে না হয়, আর যেন গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার মোকাবিলা করতে না হয়।

‎জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্যের বিষয়ে সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, সবার সঙ্গে আলোচনা করে এমন একটি জাতীয় সনদ তৈরি করতে হবে যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। যার ভিত্তিতে বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা নির্মাণ করা যাবে।

‎তিনি বলেন, আমরা ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে অগ্রসর হয়েছি। তার নিপীড়ন মোকাবিলা করেছি সবাই। ‎বাংলাদেশের পথরেখা নির্মাণের জন্য সবার চেষ্টায় জাতীয় ঐকমত্য কমিশন অনুঘটক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

‎আমজনতার দলের জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৩৮ টিতে একমত, ১২ টিতে দ্বিমত, ১৫ টিতে আংশিকভাবে একমত এবং ১ টিতে মতামত দেয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে ইঙ্গিত করে আলী রীয়াজ বলেন, আপনাদের মতামতের অনেকক্ষেত্রে আমাদের সুপারিশগুলোর বিষয়ে একমত প্রকাশ করেছেন। কিছু বিষয়ে ভিন্নমত আছে, কিছু বিষয়ে আংশিকভাবে একমত প্রকাশ করেছেন। যে সমস্ত বিষয়ে একমত প্রকাশ করেছন তা নিয়ে আলোচনার প্রয়োজন নেই। যে সমস্ত বিষয়ে ভিন্নমত আছে তা নিয়ে কথা বলব, আমাদের থেকে ব্যাখা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনাদের বক্তব্য শুনবো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠক উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।

‎আমজনতার দলের সভাপতি মিয়া মশিউজ্জামান ও সাধারণ সম্পাদক তারেক রহমানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিচ্ছেন।

‎গণপরিষদের (একাংশ) থেকে নাম পরিবর্তন করে আমজনতার দল করার কারণে সংলাপের প্রস্তুতি ঘাটতি রয়েছে জানিয়ে সূচনা বক্তব্যে মিয়া মশিউজ্জামান বলেন, সে কারণে স্প্রেডশিটে দেওয়া মতামতের কিছু পরিবর্তন হবে। এটা আপনাদের জন্য অসুবিধা হবে। আগের দেওয়া মতামতের কয়েকটা জায়গায় পরিবর্তন করে চাই।

‎আজকের বৈঠকের সংবিধান, বিচার বিভাগ ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে আলোচনা করতে চান জানান মিয়া মশিউজ্জামান।

‎তিনি বলেন, আশাকরি আমাদের আলাপ ফলপ্রসূ হবে। জাতির জন্য সুন্দর ভবিষ্যত রচনায় অবদান রাখতে পারব।

আরও পড়ুন...