গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

পঞ্চগড় সদর থানা এলাকায় সংঘটিত গণধর্ষণ মামলার পলাতক আসামি মো.সাদ্দাম (৩২) কে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টা নাগাদ ঢাকা রেলওয়ে পুলিশের ডিবি টিম কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২১ মার্চ) ঢাকা রেলওয়ে পুলিশ সুপার মো.আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মো.আনোয়ার হোসেন বলেন, গতকাল (২০মার্চ) রাত অনুমানিক সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশের ডিবি টিম কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গত ২০২২ সালে পঞ্চগড় জেলার সদর থানায় সংঘটিত গণধর্ষণ মামলার অন্যতম পলাতক ও ওয়ারেন্ট ভুক্ত আসামি মো. সাদ্দাম (৩২) কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, জানা যায় আসামি সাদ্দাম ঘটনার পরপরই পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় এসে দীর্ঘ ৩ বছর আত্মগোপনে ছিলেন। পঞ্চগড় আদালতে তার বিরুদ্ধে গণধর্ষণ মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আরও পড়ুন...