গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পিবিএ,ঢাকা: রাজধানীর আদাবর থানার গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ রাকিব (২৮)’কে ০৪ বছর পলাতক থাকার পর ডিএমপির তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকা থেকে গতকাল (৩০ জুন) আনুমানিক ১৬.২০ ঘটিকায় ০৪ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে র‌্যাব-২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের মা অসুস্থ থাকায় ভিকটিম গ্রামে যাওয়ার উদ্দেশ্যে শ্যামলী বাস স্ট্যান্ড হতে গাবতলী বাস টার্মিনালে যাওয়ার জন্য ২০২০ সালের ২১ সেপ্টেম্বর রাত অনুমান ২২.০০ ঘটিকার সময় শ্যামলী মোড়ে দাড়ায়। কিছুক্ষণ পর একটি বাস গাবতলী দিকে যাওয়ার জন্য শ্যামলী মোড়ে আসে এবং ভিকটিম বাসে ওঠে। বাস গাবলীত দিকে যাওয়ার পথে টেকনিক্যাল মোড়ে সকল যাত্রী নেমে যায়। বাসের চালক গাবতলী বাস না থামিয়ে ভিকটিমসহ বাস বেড়িবাধঁ নিয়ে আসে এবং বাস থামিয়ে রাস্তার পাশে রেখে জোড় করে ভিকটিমকে একটি রিকশায় তুলে আদাবর ৬নং রোডে নিয়ে আসে। পরবর্তীতে আসামিরা ভিকটিমকে বলপ্রয়োগ করে আদাবর একটি রিক্সার গ্যারেজের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে তিনজনকে আসামি করে আদাবর থানায় একটি গণধর্ষণ মামলা (মামলা নং ২৭ তারিখ- ২২/০৯/২০২০ ইং ধারা- ৯(৩) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)}দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন। আসামিরা পলাতক থাকা অবস্থায় বিজ্ঞ আদালত বিচারকার্য শেষে আসামিদের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের কারাদণ্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

বর্ণিত মামলায় জড়িত আসামিকে গ্রেফতার সংক্রান্তে আদাবর থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল (৩০ জুন) আনুমানিক ১৬.২০ ঘটিকায় ডিএমপির তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেফতারকৃত আসামিকে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...