পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে আয়োজন করা হয়েছে গণমাধ্যমকর্মী পরিবারের ক্রীড়া বিনোদন। জেলা প্রশাসক মোঃ সাবেত আলী’র সার্বিক সহযোগিতায় শুক্রবার (২৪ জানুয়ারি) পঞ্চগড় জেলার স্টেডিয়াম মাঠে গণমাধ্যম কর্মীর সন্তানদের খেলাধুলার এ ধরনের ব্যতিক্রম অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
এসময় উপস্থিত থেকে ছোট্ট শিশুদের খেলা উপভোগ করেছেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, পঞ্চগড় জেলা প্রশাসক মো সাবেত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস,এম,শফিকুল ইসলাম প্রমুখ।
খেলাধুলা চলাকালীন পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে উপস্থিত হন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম (কাচ্চু),বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র নগর পিতা মো: তৌহিদুল ইসলাম,পঞ্চগড় জেলা জজ আদালতের (পিপি) এ্যাড.আদম সুফি, বাংলাদেশ জামায়াতের পঞ্চগড় জেলা শাখার আমির মো: ইকবাল হোসেন, সাবেক ছাত্রনেতা ও সাবেক রংপুর বিভাগীয় জাসাস এর সাংগঠনিক সম্পাদক মো: ইউনুস শেখ,পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, সাবেক ছাত্রনেতা মো: হায়তুন আলম প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে খাওয়া দাওয়ার পর মিসেস সাংবাদিকদের ক্রীড়া প্রতিযোগিতা দুর্ভাগ্য বালিশ খেলা, গণমাধ্যম কর্মীরা পেনাল্টি শুট ও হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়েছিল।আয়োজিত ক্রীড়া বিনোদন গণমাধ্যমকর্মী পরিবার ক্রীড়া বিনোদন খুব ভালো ভাবেই উপভোগ করেছেন।সবশেষে পুরুস্কার হাতে তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইমাম রাজী টুলু।
গণমাধ্যমকর্মী পরিবারের ক্রীড়া বিনোদন পরিচালনায় ছিলেন- মোঃআব্দুর রহমান, মো:লুৎফর, মো: ইনসান সাগরেদ, মো:সরকার হায়দার,মো:আপেল,মো: রকি,বদরুজ্জামান প্রধান (বাধন), দেশ টিভি মো:রাশেদুজ্জামান রাশেদ, মো: বজলুর,হারুন অর রশীদ হারুন, মো: শাহজালাল, মো: আব্দুর রউফসহ অনেকেই।