গত কয়েকদিনের টানা বৃষ্টির পর একটুখানি রোদের দেখা মিলেছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ আসার আগেই খড় শুকিয়ে বাড়িতে মজুত করার জন্য মরিয়া হয়ে উঠেছে কৃষাণিরা। প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে খড় গবাদিপশুর খাদ্য সংকট দূর করে এবং কৃষাণিরা রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারেন। ছবিটি জামালপুরের মেলান্দহ উপজেলার বাগবাড়ী মাঠ থেকে তোলা। ছবি : পিবিএ /সাকিবুল ফারাবি