গত কয়েকদিনের টানা বৃষ্টিতে শুকনো নদী পানিতে ভরে উঠেছে কানায় কানায়। ধানের কাজের শেষে অবসরে মাছের আশায় কৃষকেরা জাল নিয়ে নেমে পড়েছে নদীতে। পাশাপাশি শিশুরাও মেতেছে মাছ ধরার আনন্দে। ছবিটি জামালপুরের মেলান্দহ উপজেলার বাগবাড়ী নদী থেকে তোলা। বৃহস্পতিবার, ২৩ মে। ছবি : পিবিএ