গবেষণা রিপোর্ট: শিশুপুত্রের জন্মদাত্রী মায়েরা বেশি বিষণ্ণতায় ভোগেন

পিবিএ ডেস্ক: যে মহিলারা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সেই মহিলারা জন্ম পরবর্তী বিষণ্ণতায় (পিএনডি) গড়ে ৭১-৭৯ শতাংশ বেশি ভোগেন বলে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে।

জার্নাল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড মেডিসিন পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় দেখা যায় যে, যে মহিলারা জন্ম দেওয়ার সময় সমস্যার মধ্য দিয়ে গেছেন তাদের অন্যদের তুলনায় ১৭.৪% বেশি (পিএনডি) অভিজ্ঞতা থাকতে পারে।

কেন্ট ইউনিভার্সিটির গবেষকরা পিএনডি বিষয়ে অধ্যয়ন করে দেখেছেন যে এই অবস্থার সম্ভাবনাগুলি ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে যখন মহিলারা শিশুকন্যার থেকে বেশি শিশুপুত্রের জন্ম দিয়েছেন।

গবেষক ডঃ সারাহ জনস এবং ডঃ সারাহ মায়ারের পরিসংখ্যান অনুসারে, শিশুপুত্রের জন্ম এবং জন্মের সময়ের জটিলতা উভয়ই (পিএনডি) ঝুঁকি বাড়ায়।

এ অবস্থা থেকে মুক্তি পেতে সময় মত সচেতন হওয়া প্রয়োজন। গবেষণায় দেখা গেছে যে, বিষণ্ণতা, উদ্বেগ এবং চাপের উপসর্গ আছে এমন মহিলার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই (পিএনডি) এর ঝুঁকি বেশি, তবে জন্মের জটিলতার সম্মুখীন হওয়ার পরে তাঁদের ক্ষেত্রে (পিএনডি)-এর বিকাশ হ্রাস পেয়েছিল। সম্ভবত এইসব মহিলারা জন্মের পরে আরও বেশি সমর্থন পাওয়ার কারণেই তাঁদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ নিয়ন্ত্রিত ছিল।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...