গরমে শসা- মালাইয়ের ফেসপ্যাক

পিবিএ ডেস্ক: গরমে অতিরিক্ত তৈলাক্ত ও শুষ্ক ত্বকে ব্রণ দেখা দিতে পারে, বলিরেখার সৃষ্টি হতে পারে। অন্যদিকে, যাদের ত্বক একটু বেশি স্পর্শকাতর তাদের ফুঁসকুড়িসহ ত্বকে রোদে পোড়াভাবের সৃষ্টি হতে পারে। তাই গরমকালে ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন।কিন্তু বাহিরে পার্লারে যাওয়ার সময় কই? চিন্তা নেই গাদা গাদা টাকা খরচ করে সময় বের করে যেতে হবে না আপনাকে ঘরে থাকা সহজ উপাদানে করে নিতে পারেন গরমে ত্বকের যত্ন। শিরোনাম দেখে বুঝেই গিয়েছেন আজকের লেখা সাজানো হয়েছে শসা- মালাইয়ের ফেসপ্যাক নিয়ে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক শসা- মালাইয়ের ফেসপ্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) শসা
(২) মালাই

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) গ্রেট করে কাটা অর্ধেক শসার সঙ্গে আধা-টেবিল চামচ মালাই যোগ করে ফেসপ্যাকটি তৈরি করুন।
(২) এটি মুখে ২০ মিনিটি রেখে ঠান্ডা পানি দ্বারা ধুয়ে ফেলুন।

শসা ও মালাই ত্বক রোদে পুড়ে যাওয়া থেকে রক্ষা করে।তাই এই গরমে আপনার ত্বকের উজ্জলতা ধরে রাখতে এই ফেস-প্যাকটি বেশ কার্যকর।

পিবিএ/ইকে

আরও পড়ুন...