গরিবের ডাক্তার এজাজকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

পিবিএ,বিনোদন : গরিবের ডাক্তার হিসেবেই পরিচিতি লাভ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ডা. এজাজ। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি দায়িত্ব পালন করে গাজীপুরে নিজের চেম্বারে সেখানকার মানুষদের চিকিৎসা দেন এজাজ। অসহায় গরিব মানুষদের চিকিৎসা করতে খুবই অল্প পরিমাণ টাকা ভিজিট নিয়ে থাকেন তিনি। তাই সবাই তাকে ‘গরিবের ডাক্তার’ নামে ডাকেন।

অন্যদিকে অভিনয়ে তিনি এতোটাই জনপ্রিয় যে, কোন নাটক সিনেমায় তার উপস্থিতি মানেই বাড়তি বিনোদন। চিকিৎসক পেশা ঠিক রেখেই নিয়মিত অভিনয় করছেন এই অভিনেতা। নিজের অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছেন অনেকে আগেই। চিকিৎসক হিসেবেও মানুষের হৃদয়ে রয়ে গেছেন প্রিয় মানুষ হিসেবে।

সম্প্রতি গরিবের এই ডাক্তার আবারও এসেছেন আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে প্রশংসা করেছেন অনেকেই। সোমবার এভারগ্রিন বাংলাদেশ নামে একটি ফেসবুক পেজে আব্দুল্লাহিল কাফী নামে এক ব্যক্তি লিখেছেন, ‘আমাদের দেশে এখনো ভালো এবং মানবিকতাসম্পন্ন ডাক্তার আছেন। তিনি হলেন বিশিষ্ট অভিনেতা ডা. এজাজুজ ইসলাম। এই ধরনের ডাক্তারের কাছে গেলেই রোগ ৫০% ভালো হয়ে যায়। রেস্পেক্ট স্যার।’

পোস্টটিতে দেখা যাচ্ছে, গরিব মানুষদের চিকিৎসা করার জন্য মাত্র ৩০০ টাকা নিয়ে থাকেন ডা. এজাজ। রোগী পুরনো হলে ফি ২০০ টাকা।

অনেকেই শেয়ার করেছেন এই পোস্টটি। বুধবার দুপুরে বিষয়টি নিয়ে কথা হয় ডা. এজাজের সঙ্গে। তিনি বার্তা সংস্থা পিবিএকে বলেন, ‘গাজীপুরে আমার ব্যক্তিগত চেম্বারে প্রতিদিন সন্ধ্যায় রোগী দেখি। অনেকেই আসেন চিকিৎসা নিতে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করি তাদের সুস্থ করে তোলার। কোন রোগী হয় তো নতুন করে আবারও সামনে এনেছে বিষয়টি । মাঝে মধ্যে রোগীরা আবেগাপ্লুতো হয়ে এগুলো পোস্ট দিয়ে বসে। এর মধ্যে গত রাতে টাঙ্গাইল থেকে একজন এসেছিল। ছবি তুলে নিয়ে গেছে মনে হয়।’

অভিনয়ের বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাইলে ডা. এজাজ বলেন, “আসছে ঈদের জন্য মাসুদ সেজানের পরিচালনায় দুটি ৭ পর্বের নাটকে অভিনয় করছি। এগুলো হলো- ‘ধামাকা অফার’ ও ‘ভাড়াটিয়া’।”

এছাড়া অনিমেষ আইচের পরিচালনায় একটা টেলিফিল্মে অভিনয় করবো। এখনো নাম ঠিক হয়নি টেলিফিল্মটির।

বর্তমানে ডা. এজাজ অভিনীত চারটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। নাটকগুলো হলো- অনিমেষ আইচ পরিচালিত ‘দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’, মাসুদ সেজান পরিচালিত ‘খেলোয়াড়’, কায়সার আহমেদের ‘মহা ঝামেলা’ ও সঞ্জিত সরকার পরিচালিত ‘চিটিং মাস্টার’।

জনপ্রিয় এই অভিনেতা জানান তার অভিনীত একটি সিনেমাও আছে মুক্তির অপেক্ষায়। সিনেমাটির নাম ‘মামা মারে ছক্কা’। এটি পরিচালনা করেছেন নাইমুল করিম। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ করেছেন এজাজ।

পিবিএ/এমএস

আরও পড়ুন...