গরীবের ঘড়ে ৩টি পুত্র সন্তানের জন্ম দিল এক “মা”

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট: যার সন্তান নেই সেই যানে মনের কষ্ট যন্ত্রণা। একটি সন্তানের জন্য অনেক বাবা মা কতোই না কাঁদে সৃষ্টিকর্তার কাছে আবার ডাঃ এর চিকিৎসা মাজার, মন্দির, গীর্জা, দান কত কিছুই না করে তবুও আসে না কাঙ্ক্ষিত সন্তা। আর যাকে সৃষ্টিকর্তা দেন একবারে তিন চারটি করে সন্তান। এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সান্ত্বনা বেগম (২১) নামের এক নারী একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তিনটিই ছেলে সন্তান।গৃহবধূ সান্ত্বনার বাড়ি উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কুচলিবাড়ি গ্রামে। স্বামী মো. রশিদুল ইসলাম কৃষিকাজ করেন।একসঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় জমায়। তবে মা ও তিন নবজাতকের সবাই সুস্থ আছেন।গত শুক্রবার (৩ জুলাই) প্রসবজনিত কারণে ওই নারীকে রংপুরের বেসরকারি একটি ক্লিনিকে অস্ত্রপচারের মাধ্যমে জন্ম নেয় ফুটফুটে তিন ছেলে সন্তান। চিকিৎসা শেষে গতকাল বাড়িতে আসেন তিনি।খবর আজ পেয়ে মা ও নবজাতকদের খোঁজ নিতে যান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উত্তম কুমার নন্দী প্রমুখ।শিশুদের বাবা রশিদুল ইসলাম বলেন, ‘আমি গরিব মানুষ। তাঁরপরেও স্ত্রী এক সাথে তিন সন্তান জন্ম দেওয়ায় আমি খুবই খুশি।’পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মশিউর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি ওই বাড়িতে গিয়ে মা ও শিশুদের দেখে এসেছি। পরিবারটি আর্থিকভাবে অস্বচ্ছল। তাই মা যাতে শারীরিকভাবে সুস্থ থাকেন এবং তাঁর শিশুগুলো যেন যথাযথ পুষ্টি পায়, সে জন্য পুষ্টিকর খাবার ও নগদ অর্থসহায়র্তা দেওয়া হয়েছে।
পিবিএ/মোস্তাফিজুর রহমান/এসডি

আরও পড়ুন...