গরুর জন্মদিন পালনের ভিডিও শেয়ার করলেন শেবাগ (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: ভারতে অনেক দিন ধরেই গরু নিয়ে মাতামাতি চলছে। ধর্মের ধুয়া তুলে গঠিত হয়েছে কথিত ‘গোরক্ষক কমিটি’। এদের হাতে অনেক মানুষের প্রাণ গেছে। এ রকম ধর্মান্ধদের বাইরে সাধারণ কৃষকদের কাছে গরু কিন্তু অতি আদরের প্রাণী। তাঁদের কৃষিকাজ ও জীবিকায় গরুর অবদান গুরুত্বপূর্ণ। তাই গরু নিয়ে শ্রমজীবী মানুষের আবেগটা একটু অন্য ধরনের।

এবার টুইটারে গরুর জন্মদিন পালনের (!) একটি ভিডিও শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দর শেবাগ। ঘটনার সময় এবং স্থান সম্পর্কে জানা যায়নি। ভিডিওতে দেখা যায়, একটি বাছুরকে কাপড়ের দোলনায় বসিয়ে দোলানো হচ্ছে। দুজন দোলনা দোলাচ্ছেন আর পরিবারের বাকি সদস্যরা হাসিমুখে বাছুরের প্রথম জন্মদিন উদযাপন করছেন।

ভিডিওর ক্যাপশনে শেবাগ লিখেছেন, ‘চমৎকার একটি ভিডিও। একটি পরিবার তাদের বাছুরের প্রথম জন্মদিন পালন করছে। ভারতীয় সংস্কৃতির এটাই সঠিক নীতি।’ কমেন্টবক্সে অনেকেই পোস্টের মর্মার্থ না বুঝে ‘শুভ জন্মদিন গোমাতা’ লিখে ভরিয়ে ফেলেছেন। একজন লিখেছেন, ‘শুভ জন্মদিন গোমাতা’। আরেকজন লিখেছেন, ‘গরু হলো সবার সেরা, গরুকে সর্বদা সম্মান করি।’ আবার কেউ এটা নিয়ে ঠাট্টা করতেও ছাড়েননি।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...