পিবিএ,পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দুই গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামের বেড়িবাঁধের বাইরে থেকে মাসুদ সরদার (৫২) ও আবুল কালাম হাওলাদার (৩৯) কে গ্রামবাসী আটক করে। এদের বাড়ি উপজেলার ধানখালী ইউনিয়নের মাছুয়াখালী ও ছইলাবুনিয়া গ্রামের। এ ঘটনায় কলাপাড়া থানায় মামলা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মনিরুল ই্সলাম জানান, আটককৃত দু’জনকে মঙ্গলবার সকালে আদলতে সোপর্দ করা হয়েছে।
পিবিএ/ইউএইচ/আরআই