পিবিএ,হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের সাত্তালিয়া গ্রামের স্যাটেলাইট স্কুলটি পরিত্যাক্ত থাকায় সেখানে গরু-ছাগলের আস্তানা গড়ে উঠেছে। জানা যায়, স্যাটেলাইট স্কুলটি বিগত ১৫ বৎসর পূর্বে প্রতিষ্ঠিত হলেও কোমলমতি ছাত্র-ছাত্রীরা উক্ত স্কুল থেকে লেখাপড়া বঞ্চিত হচ্ছে। স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পর ২ জন শিক্ষক স্কুলটি চালিয়ে আসলেও স্কুলের মূল্যবান আসবাবপত্র বেঞ্চ-ডেস্ক, টেবিল সহ সরকারের লক্ষাধিক টাকার মালামাল কে বা কারা নিয়ে গিয়েছে তার কোন তথ্য পাওয়া যায়নি।
স্কুলটির ছাত্র-ছাত্রীদের জন্য স্থাপন করা পানির টিউবওয়েলও কে বা কাহারা যেন চুরি করে নিয়ে যায়। স্কুলটির টয়লেট, বাথরুম ভেঙ্গে অকেজো হয়ে পড়ে রয়েছে। স্যাটেলাইট স্কুলের দাতা সদস্য মরহুম আ: মজিদ তালুকদার, আ: সহিদ তালুকদার, আ: হামিদ তালুকদারগণ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য স্যাটেলাইট স্কুল স্থাপনের নিমিত্তে ৫ শতক জমি দান করেছিলেন।
স্কুলের কার্য়ক্রম বন্ধ থাকার ফলে অনেক ছাত্র-ছাত্রীরা পড়ালেখা থেকে ঝরে পড়ছে। পাশাপাশি ব্রাক সহ অন্যান্য এনজিও সংস্থার স্কুল থাকলেও তা দূরবর্তী হওয়ার কারণে সাত্তালিয়া গ্রামের কোমলমতি ছাত্র-ছাত্রীরা দূর দূরান্তে গিয়ে পড়ালেখা করতে পারছে না।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা পিবিএকে জানান, বর্তমানে স্যাটেলাইট স্কুলের কার্যক্রম বন্ধ আছে। বর্তমান সরকারের নজরে আসলে এসব স্যাটেলাইট স্কুলগুলো পূনরায় চালু করা হবে। এ ব্যাপারে সাত্তালিয়া স্যাটেলাইট স্কুলটি পূনরায় চালু করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
পিবিএ/এনআই/আরআই