পিবিএ,ঢাকা: নারায়ণগঞ্জের গাউছিয়া স্টিল মিলে গলিত লোহা শরীরে পড়ে ৪ কর্মচারী ও একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, মোঃ আঃ রহমান (৫৫), মোঃ সোহেল (২৩), পলাশ রায় (২৪) ও ফারুক (৩০)। আর বিদ্যুৎস্পৃষ্ট সিয়াম (১৭)।
রবিবার সকাল ১১ টার দিকে এই পৃথক দগ্ধের ঘটনা ঘটে।
দগ্ধ সোহেল পিবিএ’কে জানান, তারা হাজী ইসলাম উদ্দিন স্টিল মিলে কাজ করে। সকাল ১১ টার দিকে ভাট্টিতে লোহা গলানোর পর অন্যএকটি বৈদ্যুতিক গাড়িতে গলিত লোহা ঢালার পরে সেটি যান্ত্রিকত্রুটির কারণে পড়ে যায়। এসময় পাশে থাকা রহমান, সোহেল ও পলাশ দগ্ধ হয়। আর দৌড়ে সড়ে যাওয়ার সময় ফারুক পড়ে গিয়ে আহত হয়।
এদিকে ফতুল্লাহ পুলিশ লাইন টাকারপাড় এলাকার একটি বাসায় থাইগ্লাস লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সিয়াম। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
ঠিকাদার শাহজাহান জানান, এলাকার একটি ৩য় তলা বাসার জানলার গ্লাস লাগানোর সময় গ্লাসটি পাশের বিদ্যুতের তারের সাথে লাগে। এতে সঙ্গে সঙ্গে সিয়াম দগ্ধ হয়।
তার বাবার নাম নুর হোসেন। ফতুল্লার আলীগঞ্জে তাদের বাড়ি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া পিবিএ;কে জানান, ৫ জনের মধ্যে ফারুক বাদে সবাইকে বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। রহমানের মাথা ও মুখ বাদে সমস্ত শরীর, সোহেল ও পলাশের বুক পেট হাত পা দগ্ধ হয়েছে। আর ফারুকের শরীরে অাঘাত লেগেছে ।
পিবিএ/এইচএ/হক