গাংনীতে চেয়ারম্যানকে ভয় দেখিয়ে ত্রাণের তালিকায় স্বাক্ষর নিলেন আ.লীগ সভাপতি


পিবিএ,মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহাতুল্ল্যাকে তুলে নিয়ে ত্রাণের ১২শ’ জনের তালিকায় স্বাক্ষর করিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

কাজীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রউফ স্বপন এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ। আব্দুর রউফ স্বপন একই উপজেলার ধানখোলা ইউনিয়নের আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাজীপুর হালসানা পাড়ার বাসিন্দা।
মঙ্গলবার দুপুরের দিকে কাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কাজীপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও কাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য খবির উদ্দীনসহ এলাকাবাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহাতুল্ল্যাহ জানান, কাজীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রউফ স্বপন ও ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের আলাইহীমসহ স্থানীয় আ.লীগের নেতা-কর্মীরা আমাকে কাজীপুর গোলাম বাজার থেকে ইউনিয়ন পরিষদে তুলে নিয়ে ত্রাণের ১২’শ জনের তালিকায় জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন। আমি সার্বিক ঘটনা উপজেলা নির্বাহী অফিসকে জানিয়েছি।

তিনি আরো বলেন বেতবাড়িয়া গ্রামের আ.লীগ কর্মী আলাইহিমের নেতৃত্বে একই গ্রামের হকাজ্জেলের ছেলে রাজু ভিজিডির ২ বস্তা চাল ছিনতাই করে নিয়ে যায়। পরে প্রশাসনিক চাপের মুখে চাল ফেরত দিতে আসলে, তাকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটকিয়ে রাখা হয়।

জানা গেছে, ৪ হাজার ১শ’ ৪৮ জন কর্মহীন ও অস্বচ্ছল ব্যক্তিকে ১৫ কেজি করে ত্রাণের চাল দেওয়ার কথা। এই চাল প্রকৃত কর্মহীন ও অস¦চ্ছল ব্যক্তিরা যাতে পায় এজন্য সকলে বসে তালিকা প্রস্তুত করা হচ্ছিল। এসময় আ.লীগের নেতা-কর্মীরা অসৌজন্যমূলক আচরণ করে চাল ছিনতাই ও তালিকায় জোর করে স্বাক্ষর করে নেন।

এ বিষয়ে মোবাইলফোনে কাজীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রউফ স্বপনের সাথে কথা বলার চেষ্টা করা হলে,তার ব্যবহৃত মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান ঘটনাটি জানতে পেরে স্থানীয় পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বাবুলকে কাজীপুর ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ জানান বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান ও সচিব আমাকে অবগত করায় তাৎক্ষনিকভাবে সহকারী উপজেলা কমিশনার (ভূমি)’কে পাঠানো হয়।

এদিকে ইউনিয়ন পরিষদ থেকে চাল ছিনতাইকারী রাজু আহমেদকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান সরকারী কাজে বাধা ও ইউনিয়ন পরিষদ থেকে চাল ছিনতাইয়ের অপরাধে রাজু আহমেদকে কারাদন্ড প্রদান করা হয়।

পিবিএ/ সাহাজুল সাজু/এমএ

আরও পড়ুন...