পিবিএ,মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে নদীর পানিতে গোসল করতে গিয়ে তামিম হোসেন (৯) নামের এক কিশোর নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার একদিন পর তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরীদল। কিশোর তামিম গাংনী উপজেলার কাজীপুর গ্রামের তাবের আলীর ছেলে। এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
আজ সোমবার বিকেল ৪টার দিকে স্থানীয় মাথাভাঙ্গা নদীর বেতবাড়িয়া ও মধুগাড়ি এলাকার চরের আর্বজনার মধ্য থেকে কিশোর তামিমের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,কিশোর তামিম তার নানা বাড়ি গাংনী উপজেলার পীরতলা গ্রামে বেড়াতে যায়। রবিবার দুপুরে কয়েকজন খেলার সাথীদের নিয়ে পীরতলার পাশ দিয়ে বয়ে চলা মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। এসময় বন্ধুদের সাথে তামিম সাঁতার কাটছিল। এক পর্যায়ে তামিম পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাবলু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা করে। পাশাপাশি স্থানীয় বামন্দী ফায়ার স্টেশনের কয়েকটিদল নিখোঁজ তামিমকে খুঁজতে মাথাভাঙ্গা নদীতে তল্লাশি চালিয়ে ব্যর্থ হয়। পরে খুলনা থেকে ডুবুরীর একটিদল রবিবার রাতে ঘটনাস্থলে পৌঁছে ওই নদীতে তল্লাশি চালিয়ে না পেয়ে রাত ৯টার দিকে তল্লাশি সাময়িক স্থগিত রাখে। পরের দিন (আজ) সোমবার ভোররাত থেকে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ৮ কিলোমিটার দূরে তামিমের ভাসমান মরদেহ উদ্ধার করে।
খুলনা ডুবুরী দলের প্রধান ডিএডি শরিফুল ইসলাম জানান, নদীতে পানির বেশি স্রোত থাকার কারণে তামিমের মরদেহ ঘটনাস্থল থেকে অন্তত ৮ কিলোমিটার দূরে ভেসে যায়। নদীতে নির্মানাধীন একটি ব্রীজের কাছে আর্বজনায় আটকিয়ে যাওয়ার কারণে লাশ বেশি দূরে যেতে পারেনি। তামিমের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিবিএ/সাহাজুল সাজু/এসডি