গাইবন্ধায় মানববন্ধন ও সংহতি সমাবেশ

পিবিএ,গাইবান্ধা: আমার কৃষক বাবার ধানের লাভজনক দাম দাও, কৃষকের সন্তানের শিক্ষা জীবন নির্বিঘেœ শেষ করার সুযোগ দাও। এই স্লোগানের দাবিতে ফেস্টুন-ব্যানার নিয়ে গাইবন্ধায় মানববন্ধন সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ডি. বি রোডে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি পংকজ সরকারে সভাপতিত্বে সংহতি সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলার সভাপতি মিহির ঘোষ, বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাইবান্ধার জেলা শাখার যুগ্ম আহবায়ক মশিউর রহমান মইশাল, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেলার সাধারণ সম্পাদক তপন কুমার বর্মন, বাংলাদেশ যুব ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পদক আপন কুমার বর্মন, সদস্য রানু সরকার, ছাত্র ইউনিয়ন জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।

বক্তারা বলেন, কৃষক মাথার ঘাম পায়ে ফেলে যে ধান উৎপাদন করে সেই ধান বিক্রী করে উৎপাদন খরচও ওঠে না। বর্তমানে ধান মন প্রতি ৪২০ টাকা বিক্রি করতে হচ্ছে কৃষকদের। ১কেজি ধানের দামে ১টি একটি কলাও পাওয়া যায় না। বক্তারা বলেন, এক বিঘা জমির পাঁকা ধান কাঁটতে পাঁচ হাজার টাকা খরচ হয়। সরকারের দেয়া রেটে সকল কৃষক সরকারি গুদামে ধান দিতে পারে না। শাসক দলের নেতাদের কাছে ধানের স্লিপ দেয়া হয়।

বক্তারা আরো বলেন, কৃষি ও কৃষক বাঁচাতে কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করারও দাবি জানান। বাংলাদেশের ৮০ ভাগ ছাত্রের শিক্ষার ব্যয় যেহেতু কৃষি হতে আসে সে কারণে শিক্ষা জীবন বাঁচাতে কৃষক বাঁচা প্রয়োজন। কৃষকের নামে দায়েরকৃত সার্টিফিকেট মামলা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।

পিবিএ/এসএইচ/হক

আরও পড়ুন...