গাইবান্ধায় অজ্ঞাত যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার

মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকার পরিত্যক্ত একটি টয়লেটের কুপ থেকে অর্ধগলিত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, হঠাৎ পরিত্যাক্ত টয়লেটের কূপ থেকে দুর্গন্ধ বের হলে কুপে মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ওই কুপ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে ওই যুবককে হত্যা করে কেউ এই কূপে মরদেহ ফেলে রেখে গেছে। ঘটনার সাথে জড়িত ও নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আরও পড়ুন...