মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড: এম হাসিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ।
পৌর শহীদ মিনার চত্বরে সংগঠনের জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াদের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোল বাংলাদেশ জেলা সভাপতি অধ্যাপক আব্দুল মাজেদ, সেক্রেটারী মুফতি আল আমিন বীন হোসাইন, জাতীয় ওলামা-মাশায়েক আইম্মা পরিষদ জেলা সভাপতি মুফতি মাহমুদুল হাসান কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি আহসান হাবিব, জাতীয় শিড়্গক ফোরাম জেলা সভাপতি মাও: আহমদ আলী, বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা সাধারণ সম্পাদক মো. ময়নুল হক, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমির হোসাইন, শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি আব্দুল মোত্তালেব মন্ডল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম, সেক্রেটারী হাফেজ মাও: রাফিউল ইসলাম সোহেল প্রমুখ।