গাইবান্ধায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলার কোমরপুর গ্রামে এইচএসসি পরীক্ষায় ফেল করায় আব্দুল্লাহ আল নোমান নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল নোমান কোমরপুর গ্রামের জিল্লুর রহমান মন্ডলের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানায়, নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাইবান্ধা সাদুল্যাপুর সরকারি কলেজের লেখাপড়া করতেন। সে এই কলেজে বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র ছিল। আব্দুল্লাহ আল নোমান এইচ এসসি পরীক্ষার ফলাফল অনলাইনে থেকে জানার পর পরই বাড়িতে এসে ঘর ফাঁকা পেয়ে গলায় ফাঁস দেয়। এ সময় তার মা কিস্তি দিতে এলাকার এক বাড়িতে যায় এবং তার বাবা মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এরপর তার বাবা ঘরে এসে দেখে গলায় ফাঁস দিয়েছে সে। তখন তাকে অজ্ঞান অবস্থায় পান তিনি।পরে এলাকাবাসী ও স্বজনদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে স্থানীয় এক ব্যক্তি বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করে চাকরি করতে পারলে এক মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার। ফলাফল খারাপ হওয়ায় প্রেমিকাকে হারানোর ভয়ে ও বিভিন্ন মানসিক চাপ সহ্য না করতে পেরে এই ভয়ানক সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তারা।

অন্যদিকে স্বজনরা বলেন,এক বিষয়ে ফেল করায় সেই ঘটনা ঘটায়। এছাড়া অন্য কোন ঘটনা নাই। ইসলামের রীতি অনুযায়ী তার দাফন সম্পূর্ণ হচ্ছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর ইসলাম তালুকদার ভোরের আকাশকে মুঠোফোনে জানান, নিহতের বাবার অভিযোগে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...