
মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলায় গাছের চাপায় পড়ে আনাস রহমান (১১) নামে এক শিশু নিহত হয়েছেন ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরের সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের সরকারতারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনাস রহমান বাদিয়াখালী ইউনিয়নের সরকারতারী গ্রামের আরিফুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, আরিফুর রহমান একটি আম গাছ বিক্রি করেন। সেই আম গাছটি ১০ এপ্রিল বৃহস্পতিবার কাটতে আসেন ক্রেতা। দুপুরের দিকে গাছটি কাটা শেষ হলে মাটিতে পড়ার মুহূর্তে দৌড়ে আসেন আনাস রহমান। এসময় গাছের নিচে চাপা পড়ে আনাস এবং ঘটনাস্থলেই মারা যায় সে।
গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার জানান, বাচ্চাটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।