গাইবান্ধায় ধানক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আমন ধানের ক্ষেত থেকে আলিবুদ্দিন মিয়া (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বুড়ির ঘর নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত আলিবুদ্দিন মিয়ার বাড়ি সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পিয়ারাপুর মিয়ারবাজার এলাকার মৃত ইউসুফ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঘেষে বুড়ির ঘর এলাকায় আমন ধানের ক্ষেতে পানিতে মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ।

বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, অজ্ঞাত মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসার পর তার পরিচয় মিলেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের শরীরের আঘাতের চিহৃ দেখা যায়নি। ময়নাতদন্ত শেষে প্রতিবেদনে মৃত্যুর রহশ্য জানা যাবে।

আরও পড়ুন...