গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল নারীর

মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জান্নাতি বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে কাকলি নামে এক নারী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মধ্যেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১ নং ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান পলাশ। নিহত জান্নাতি বেগম মধ্যেপাড়া গ্রামের সোহরাব মিয়ার স্ত্রী।

স্বজন ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হন জান্নাতি বেগম। পরে সেখানেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বল্লমঝাড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান পলাশ বলেন, ওইস্থানে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এমন ঘটনা খুবই দুঃখজনক। আমরা সকলেই মর্মাহত।

আরও পড়ুন...