গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্যে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস গাইবান্ধায় পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসন ও গাইবান্ধা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

প্রথমে একটি র‌্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে আবার ওই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিভিন্ন এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতনামূলক ও স্বাস্থ্য সম্মত ভাবে হাত ধোয়ার প্রদর্শন করে রেডক্রিসেন্ট সদস্যরা।

সচেতনামূলক ও স্বাস্থ্য সম্মত হাত ধোয়া নিয়ে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সায়হান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহম্মদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আজমির হোসেন প্রমুখ।

 

আরও পড়ুন...