গাইবান্ধায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধি করি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় শুরু হয়েছে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে স্বাধীনতা প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমাম।

এতে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্ল্যাহ আল মামুন। সামাজিক বনায়ন জোন রংপুর বিভাগীয় কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শরিফুল ইসলাম মন্ডল। জেলা প্রশাসক ও সামাজিক বনায়ন জোনের যৌথভাবে এ মেলার আয়োজন করে।

১১ নভেম্বর শুরু হওয়া এই মেলা শেষ হবে ১৭ নভেম্বর। ২৯টি স্টলে নানা প্রজাতির ফুল,ফল আর ঔষধি গাছের পসরা বসেছে। জেলার শহর ,সদর ছাড়াও আশপাশের উপজেলা থেকে নার্সারির মালিকেরা বিভিন্ন গাছের চারার পসরা সাজিয়েছেন। সকাল থেকে রাত ৮টা পযর্ন্ত ক্রেতারা তাদের পছন্দের গাছ কিনতে পারবেন।

মেলায় আসা এক নার্সারির মালিক বলেন, এবার মেলায় প্রায় ৯০ বেশি প্রজাতির গাছ নিয়ে এসেছেন। প্রথম দিনে মেলায় লোকজন কম। তবে দর্শনার্থী থাকলে অন্তত ৫০ হাজার গাছ বিক্রির আশা রয়েছে।

এ বিষয়ে সামাজিক বনায়ন জোন গাইবান্ধার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শরিফুল ইসলাম মন্ডল বলেন, অন্য বছরের চেয়ে এবার মেলায় নানা প্রজাতের গাছের চারা বেশি। আজ শুরু দিন থেকেই লোকজনের সমাগম বেশ ভালো। সময় সুযোগে মানুষ এসে প্রয়োজনীয় গাছ কিনে নিয়ে যেতে পারেন।

আরও পড়ুন...