মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে আওয়ামী লীগের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে জেলা যুবদলের আয়োজনে শহরের সার্কুলার রোডের জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীরা ‘ছাত্র-জনতার রক্ত, বৃথা যেতে দেবো না, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’-সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি জেলা কার্যালয় থেকে ডিবি রোড হয়ে পৌর পার্কের সামনে থেকে ইউটার্ন নিয়ে ডাক-বাংলো এলাকায় যায়। মিছিলটি সেখান ঘুরে আবারও বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা বিএনপির কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী বলেন, আওয়ামীলীগ নতুন করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ষড়যন্ত্রের পায়তারা করছে। তিনি নেতাকর্মীদের সজাগ থেকে তা প্রতিহত করার আহবান জানান।